লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ফলে বুড়িমারী স্থলবন্দরের সাথে সারা দেশের রেল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
রবিবার (২৮শে জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেডের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
স্থানীয় সূত্র এবং রেলওয়ে বিভাগ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে আসা 'লালমনি এক্সপ্রেস' ট্রেনটি লালমনিরহাট স্টেশনে যাত্রী নামিয়ে পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। একই সময়ে, বুড়িমারী থেকে পার্বতীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ৪৬১ নং বুড়িমারী কমিউটার ট্রেনটি একই লাইনে স্টেশনে প্রবেশ করার সময় দুটি ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
যাত্রীবিহীন 'লালমনি এক্সপ্রেস'-এর দুটি বগি লাইনচ্যুত হয় এবং রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। বুড়িমারী কমিউটার ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাঁচজন সামান্য আহত হন।
এই দুর্ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে, যার ফলে বুড়িমারী কমিউটার ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুততার সাথে লাইন মেরামত ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে।
ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, "এই দুর্ঘটনায় কোনো যাত্রীর গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের নিরাপত্তাকর্মীরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করছেন এবং উদ্ধারকাজ পুরোদমে চলছে।"
লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান জানান, "রেল দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। উদ্ধারকাজ চলছে এবং যদি কারও দায়িত্বে অবহেলা প্রমাণিত হয়, তবে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
রেল যোগাযোগ কখন স্বাভাবিক হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো নির্দিষ্ট কোনো সময় জানাতে পারেনি। উদ্ধারকাজ শেষ হলেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/আরএসএল