আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে লালমনিরহাটের পাটগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর একটি নবনির্মিত সীমান্ত ফাঁড়ি (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি বিওপিটির উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন রংপুরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।
এসময় তিনি গার্ড অব অনার গ্রহণ করেন এবং জাতীয় পতাকা উত্তোলন শেষে বিওপি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতেও অংশ নেন তিনি।
ডিবিসি/এএমটি