লালমনিরহাটে দুই ট্রেনের সংঘর্ষের ঘটনায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা ৭টার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনায় লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত এবং অন্তত পাঁচ যাত্রী আহত হন।
সোমবার (২৮শে জুলাই) সন্ধ্যা ৭টার পর থেকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। এর আগে দুপুর ১টা ৪৫ মিনিটে লালমনিরহাট রেলওয়ে স্টেশনের কাছে বিডিআর গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়াসহ অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় চারটি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছানোর পর যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশপের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বুড়িমারী-পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কমিউটার ট্রেনটি স্টেশনে প্রবেশের জন্য একই লাইনে চলে এলে লালমনি এক্সপ্রেসের পেছনের দিকে সজোরে ধাক্কা দেয়, যার ফলে এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইন থেকে ছিটকে পড়ে এবং রেললাইন আংশিক ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রমে সহায়তা করেন। দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েন।
এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবু আল মামুনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম বলেন, ‘তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ জানিয়েছেন, ‘বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং পুলিশ মোতায়েনের মাধ্যমে দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে।’
ডিবিসি/এনএসএফ