পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে আজ বৃহস্পতিবার (৮ই মে) সকালে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর সংবাদমাধ্যম আলজাজিরা'র।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোর শহরে একটি সন্দেহভাজন ভারতীয় ড্রোন ভূপাতিত করার খবর পাওয়া যাচ্ছে। একজন অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বলেছেন যে বৃহস্পতিবার ভারতের দ্বিতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।
তিনি আরও বলেছেন যে কর্মকর্তারা এই মেশিনগুলোর বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করছেন।
তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরে জানানো হবে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/এমএ