স্প্যানিশ লা-লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রাতে মাঠে নামছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ সদ্য প্রমোশন পেয়ে উঠে আসা রিয়াল ওভিয়েদো। ওভিয়েদোর ঘরের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
নতুন মৌসুমের প্রথম ম্যাচে ওসাসুনাকে সান্তিয়াগো বার্নাব্যুতে মাত্র ১-০ গোলে হারিয়ে পূর্ণ পয়েন্ট পেলেও দলের পারফরম্যান্স নিয়ে সমর্থকদের মধ্যে কিছুটা অস্বস্তি রয়েছে। কোচ জাবি আলোনসোর শিষ্যরা তাই প্রতিপক্ষের মাঠে নিজেদের সেরাটা দিয়ে জয়ে ফিরতে উন্মুখ হয়ে থাকবে। ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছে, শক্তির বিচারে পিছিয়ে থাকা ওভিয়েদো নিজেদের মাঠে গ্যালাক্টিকোদের কতটা চ্যালেঞ্জ জানাতে পারে।
প্রথম ম্যাচে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন কোচ জাবি আলোনসো। তবে আজ ওভিয়েদোর বিপক্ষে এই ফরমেশনে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মিডফিল্ডে হুইজসেন, ভালভার্দে, আরদা গুলারের মতো খেলোয়াড়দের পাস থেকে গোল করার জন্য আক্রমণভাগে প্রস্তুত থাকবেন এমবাপ্পে, ব্রাহিম দিয়াজ এবং ভিনিসিয়াস জুনিয়র।
তবে রিয়াল মাদ্রিদকে দুটি বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে। প্রথমত, অচেনা প্রতিপক্ষের মাঠে স্বাগতিক দর্শকদের চাপ সামলানো। দ্বিতীয়ত, দলের সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে আগের ম্যাচেই লাল কার্ড দেখেছেন। তাই এই ফরাসি তারকাকে আজ অনেক সতর্ক হয়ে খেলতে হবে, যা তার স্বাভাবিক আক্রমণাত্মক খেলায় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, রিয়াল ওভিয়েদোর জন্য সুযোগ থাকবে স্পিডস্টার ভিনিসিয়াসের জায়গা ব্লক করে এবং ব্রাহিম দিয়াজকে কড়া মার্কিংয়ে রেখে মাদ্রিদের আক্রমণভাগকে আটকে দেওয়ার।
ডিবিসি/এএমটি