খেলাধুলা, ফুটবল

লা লিগায় রিয়াল ও বার্সার দুঃস্বপ্নের রাত

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২২শে নভেম্বর ২০২০ ০২:০৮:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লা লিগায় দুঃস্বপ্নের রাত কাটালো দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা।

ভিয়ারিয়ালের মাঠ থেকে কোনোমতে ১-১ গোলে ড্র কোরে জিদানের দল ফিরতে পেরেছে। তবে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলে হেরে ফিরেছে বার্সা।

ম্যাচের শুরু থেকে এটাকিং ফুটবলে বার্সাকে কোনঠাসা কোরতে থাকে স্বাগতিক আতলেতিকো। বেশ কয়েকটা সুযোগ তৈরি কোরতে পারলেও হচ্ছিল না সফল ফিনিশিং।

তবে কাতালানদের গোলকিপার টের স্টেগেনের বোকামির সুযোগে হাফটাইমের আগ মুহূর্তে আতলেতিকোকে লিড এনে দেন ক্যারেসকো। ওই গোলটা আর শোধ কোরতে পারেনি লিওনেল মেসিরা।

এই হারে লা লিগা টেবিলের দশে নেমে গেল বার্সা। ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে রোয়ি ব্লাঙ্কোরা।

আরও পড়ুন