বিবিধ

লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ছবিতে কোনো ভ্রু নেই

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ৮ই সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৪:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সবচেয়ে বিখ্যাত, আলোচিত এবং রহস্যময় চিত্রকর্ম লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা। প্যারিসের লুভ্যর মিউজিয়ামে সংরক্ষিত এই ছবির সামনে দাঁড়ালে তার মায়াবী হাসি দর্শকদের মুগ্ধ করে। কিন্তু হাসির রহস্যের পাশাপাশি শিল্পপ্রেমী এবং গবেষকদের মনে আরও একটি বড় প্রশ্ন শত শত বছর ধরে ঘুরপাক খাচ্ছে – মোনালিসার মুখে কোনো ভ্রু বা চোখের পাপড়ি নেই কেন?

এই রহস্য সমাধানে বছরের পর বছর ধরে নানা তত্ত্ব প্রচলিত ছিল। তবে সম্প্রতি অত্যাধুনিক প্রযুক্তি সেই বিতর্কের অবসান ঘটাতে সাহায্য করেছে।

 

প্রচলিত তত্ত্বগুলো কী ছিল?

 

মোনালিসার ভ্রু না থাকা নিয়ে দুটি প্রধান তত্ত্ব প্রচলিত ছিল:

 

১. তৎকালীন ফ্যাশন: অনেক শিল্প ইতিহাসবিদ মনে করতেন, ষোড়শ শতকের ফ্লোরেন্সে অভিজাত নারীদের মধ্যে ভ্রু তুলে ফেলার একটি রীতি বা ফ্যাশন প্রচলিত ছিল। তাদের মতে, মোনালিসার মডেল লিসা ঘেরারদিনিও সেই ফ্যাশনের অনুসারী ছিলেন এবং লিওনার্দো তাকে সেভাবেই এঁকেছিলেন।

২. সময়ের প্রভাব: আরেকটি ধারণা ছিল যে, ৫০০ বছরেরও বেশি পুরনো এই চিত্রকর্মের রঙ সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে গেছে। হয়তো লিওনার্দো খুব হালকা করে ভ্রু এঁকেছিলেন, যা কালের বিবর্তনে মুছে গেছে।

 

বিজ্ঞানের আলোয় নতুন তথ্য

 

২০০৭ সালে ফরাসি প্রকৌশলী ও আবিষ্কারক পাস্কাল কোতে (Pascal Cotte) লুভ্যর মিউজিয়ামের অনুমতিতে মোনালিসা চিত্রকর্মটির উপর এক যুগান্তকারী গবেষণা চালান। তিনি ২৪০-মেগাপিক্সেলের একটি মাল্টি-স্পেকট্রাল ক্যামেরা ব্যবহার করে ছবিটি স্ক্যান করেন, যা খালি চোখে দেখা যায় না এমন স্তরগুলোকেও বিশ্লেষণ করতে সক্ষম।

 

তার গবেষণায় উঠে আসে এক চমকপ্রদ তথ্য। পাস্কাল কোতে আবিষ্কার করেন যে, লিওনার্দো দা ভিঞ্চি মোনালিসার মুখে ভ্রু এবং চোখের পাপড়ি দুটোই এঁকেছিলেন। তিনি মোনালিসার বাম চোখের ঠিক উপরে একটি মাত্র তুলির আঁচড়ের চিহ্ন খুঁজে পান, যা একটি ভ্রুর অংশ বলে তিনি দাবি করেন।

 

তাহলে ভ্রু হারিয়ে গেল কীভাবে?

 

পাস্কাল কোতের মতে, মোনালিসার ভ্রু ও পাপড়ি হারিয়ে যাওয়ার কারণ হলো সময়ের সাথে সাথে রঙের রাসায়নিক পরিবর্তন এবং চিত্রকর্মটি একাধিকবার পরিষ্কার বা পুনরুদ্ধার (Restoration) করার চেষ্টা। সম্ভবত, বিগত শতাব্দীগুলোতে কোনো এক সময় ছবিটি পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত মূল ভ্রু এবং পাপড়ির হালকা আস্তরণটি মুছে ফেলা হয়েছে।

 

সুতরাং, মোনালিসার ভ্রু না থাকাটা কোনো শৈল্পিক সিদ্ধান্ত বা তৎকালীন ফ্যাশনের প্রতিফলন নয়, বরং এটি কালের পরিক্রমায় ঘটে যাওয়া একটি দুর্ঘটনা। প্রযুক্তি আজ আমাদের সেই ৫০০ বছরের পুরনো রহস্যের কিনারা করতে সাহায্য করেছে, যা ভিঞ্চির নিপুণ বাস্তবতাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।

 

সূত্র: দ্য টেলিগ্রাফ

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন