পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস।
বিসিবি কর্তৃক ঘোষিত ১৬ সদস্যের দলে ব্যাটিং লাইনআপে লিটনের সাথে থাকছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন এবং নাইম শেখ। মিডল অর্ডারে শক্তির যোগান দিতে রয়েছেন তাওহিদ হৃদয় এবং জাকের আলী অনিকের মতো নির্ভরযোগ্য ব্যাটসম্যান। ফিনিশার হিসেবে শামীম পাটোয়ারির অন্তর্ভুক্তি দলের শক্তি আরও বাড়িয়েছে।
অলরাউন্ডার কোটায় মেহেদি হাসান মিরাজ এবং শেখ মাহেদী হাসান দলের ভারসাম্য বজায় রাখবেন। লেগ স্পিনার রিশাদ হোসেনের উপস্থিতি বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
পেস আক্রমণে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। তার সাথে থাকছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান এবং মোহাম্মদ সাইফউদ্দিন। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদও দলে নিজের জায়গা ধরে রেখেছেন।
সিরিজের তিনটি ম্যাচই ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ২০শে জুলাই প্রথম ম্যাচের মাধ্যমে সিরিজটি মাঠে গড়াবে। এরপর ২২ এবং ২৪শে জুলাই যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন।
ডিবিসি/এএমটি