খেলাধুলা, ক্রিকেট

লিটন-লিপু দ্বন্দ্বে প্রধান নির্বাচককেই দায়ী করলেন নান্নু

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু অভিযোগ করেছেন, লিপু মাঠে গিয়ে খেলা দেখেন না বরং শুধুমাত্র পরিসংখ্যান দেখে দল নির্বাচন করেন এবং নান্নুর রেখে যাওয়া দলকেই ঘুরিয়ে ফিরিয়ে খেলাচ্ছেন। অধিনায়ক লিটন দাস ও প্রধান নির্বাচকের মধ্যকার সাম্প্রতিক দ্বন্দ্বের জন্য লিপুকেই দায়ী করেছেন তিনি।

 

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, বর্তমান নির্বাচক প্যানেলকে তেমন কোনো সমালোচনার মুখে পড়তে হয় না বলে লিপু বেশ ভাগ্যবান। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ক্রিকেটার শামীম হোসেনকে নিয়ে অধিনায়ক ও প্রধান নির্বাচকের মতপার্থক্য প্রকাশ্যে চলে আসে, যার নেতিবাচক প্রভাব আইরিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দেখা গেছে বলে মনে করেন নান্নু।

 

সাবেক এই প্রধান নির্বাচক আশঙ্কা প্রকাশ করেন যে, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অথচ ঘরের মাঠে আয়ারল্যান্ড বা উইন্ডিজের বিপক্ষে দলের এমন অস্থিতিশীল অবস্থা বিশ্বকাপের ফলাফলে বিরূপ প্রভাব ফেলতে পারে।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন