সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের কটূক্তির প্রতিবাদে নেত্রকোনার মদনে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি। রবিবার বিকেলে মদন উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
এদিন দেশব্যাপী 'জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা শহরের কালেক্টর মাঠে এক জনসভার আয়োজন করে এনসিপি। জনসভায় দলটির মূখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সমালোচনা করে বক্তব্য দেন। তিনি ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনা উল্লেখ করে বলেন, "হ্যান্ডেল না করতে পারলে কেন অস্ত্র এনেছিলেন? এই অস্ত্র কাহিনীর কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়েছে।"
পাটোয়ারীর এমন বক্তব্যের পর জনসভায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সভাস্থল ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই খবর ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে মদন উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং এসময় এনসিপি-বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
ডিবিসি/এমএআর