দ্বিতীয় বিয়ে করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। করোনা মহামারির মধ্যে গোপনে বিয়ে করেছেন তিনি। মিডিয়াপাড়ায় যখন খবরটি ভেসে বেড়াচ্ছিল, তখন বরাবরই তা এড়িয়ে যাচ্ছিলেন শখ। শাঁক দিয়ে কি মাছ ঢাকা যায়? নতুন জামাইয়ের সাথে স্যোসাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে শখের ছবি।
সানিয়াত পরিচালিত অল্প অল্প প্রেমের গল্পে সিনেমার নায়কা ছিলে। সিনেমার নামের মতোই অল্প অল্প করে বিয়ের গল্প শোনাচ্ছে শোবিজের এই তারকা। ঘরোয়া পরিবেশে সেরেছেন বিয়ের আনুষ্ঠানিকতা। বরের নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। গত ১২ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকে শখ তার স্বামীর সঙ্গে রাজধানীর উত্তরার একটি বাসায় থাকছেন। বিয়ের পরপরই শখ তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বর বন্ধ আর ফেসবুক অ্যাকাউন্ট ডি-অ্যাকটিভেট করে রেখেছেন। সংবাদমাধ্যমে কথা বলছেন না। শুধু তা–ই নয়, কারও সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখছেন না।
বিভিন্ন গণমাধ্যমে তথ্যানুসারে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি। এবারের কোরবানির ঈদ তিনি শ্বশুরবাড়িতে উদ্যাপন করেছেন। আর বর্তমানে সেখানেই স্বামীর সাথে অবস্থান করছেন। শখের শ্বশুরবাড়ির পক্ষ, নাম প্রকাশ না করার শর্তে একজন জানালেন, বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, এখন তিনি স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতেই রয়েছেন।
এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারী ভালোবেসে বিয়ে করেন শখ আর মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীর। বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের একটি টেলিভিশন বিজ্ঞাপনে অংশ নিয়ে দুজনের মধ্য প্রেমের হাওয়া বহে যায়। বহু বার বিচ্ছেদ বিচ্ছেদ খেলার মধ্য দিয়ে বছর দুই না পেরোতেই ২০১৭ সালে বিচ্ছেদ ঘটে শখ- নিলয়ের প্রেমের সংসারে।