মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচ উপলক্ষ্যে বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট শুরুর আগে তাকে বিশেষ সম্মাননা জানাবে বিসিবি।
আট মিনিটের এই সংবর্ধনা অনুষ্ঠানে মুশফিককে বিশেষ ক্যাপ ও ক্রেস্ট প্রদান করা হবে। মুশফিকের অভিষেক টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন তাকে দেশের ক্রিকেটের গৌরব হিসেবে অভিহিত করেছেন এবং ২০০৫ সালে লর্ডসে অভিষেকের সময় ধারাভাষ্যকারদের করা ইতিবাচক ভবিষ্যৎবাণীর কথা স্মরণ করেন।
হোম অব ক্রিকেটে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের সাথে ফটোসেশনেও অংশ নেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার।
ডিবিসি/এনএসএফ