বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসির ‘গোট ট্যুর’ বা ভারত সফর নিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর আর্থিক তথ্য।
এই সফরের আয়োজক শতদ্রু দত্তের দেওয়া তথ্যমতে, মেসিকে ভারতে আনতে মোট খরচ হয়েছে ১০০ কোটি রুপি। এর মধ্যে মেসি একাই নিয়েছেন ৮৯ কোটি রুপি, আর ভারত সরকারের কোষাগারে কর হিসেবে জমা পড়েছে ১১ কোটি রুপি।
এই বিপুল অর্থের ৩০ শতাংশ স্পন্সর এবং বাকি ৩০ শতাংশ টিকেট বিক্রি থেকে সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।
তবে এত অর্থ খরচ করেও অব্যবস্থাপনার কারণে ভেস্তে গেছে পুরো আয়োজন। সল্ট লেক স্টেডিয়ামে চড়া দামে টিকেট কিনেও গ্যালারি থেকে মেসিকে দেখতে না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা মাঠের ভেতর নেমে পড়েন এবং ভাঙচুর চালান।
এই ঘটনায় এবং আর্থিক অনিয়মের অভিযোগে পুলিশ শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে নথি জব্দ করেছে। বর্তমানে তিনি ১৪ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন।
ডিবিসি/ এইচএপি