আন্তর্জাতিক, ভারত

শত শত মানুষের সামনে ভেসে গেলেন মুম্বাইয়ের একই পরিবারের ৭ জন (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১লা জুলাই ২০২৪ ০৪:০৪:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের মুম্বাইয়ের অদূরের লোনাভালা ঝরনার পানিতে ভেসে গেছেন একই পরিবারের সাতজন। ভয়াবহ এই ঘটনা ধরা পড়েছে ক্যামেরায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

রবিবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় পরিবারটি সাহায্যের জন্য চিৎকার ও আকুতি জানালেও পানির তীব্র স্রোতের কারণে কেউ তাদের কাছে যেতে পারেননি। তবে কিছুক্ষণের মধ্যে পুলিশ ও স্থানীয়রা ওই জায়গায় গিয়ে নিখোঁজদের খোঁজা শুরু করেন।


যারা ভেসে গিয়েছিলেন তাদের মধ্যে মাত্র দুইজন সাঁতরে আবার উপরে উঠতে পেরেছিলেন বলে জানা  গেছে। গতকাল রবিবার (৩০ জুন) মুম্বাই থেকে ৮০ কিলোমিটার দূরের সেই পাহাড়ি অঞ্চলটিতে পিকনিকের জন্য গিয়েছিল এই পরিবারটি। ভেসে যাওয়াদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে সোমবার (১ জুলাই) আবারও অভিযান চালানো হবে।

 

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঝরনাটি ভুসি ড্যামের কাছে অবস্থিত। সেখানে বর্ষা মৌসুমে অনেক মানুষ যান। তবে গত কয়েকদিন অতি বৃষ্টির কারণে ড্যামটির পানি উপচে পড়ে। যার কারণে ঝরণাটির পানিও সাধারণের চেয়ে অনেক বৃদ্ধি পায়।

 

পানিতে ভেসে যাওয়ার আগে পরিবারটি একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিল। কিন্তু হঠাৎ করে একসঙ্গে তারা নিচে পড়ে যান। এরপর পানির স্রোত তাদের টেনে নিয়ে যায়। ওই সময় তাদের আর কিছুই করার ছিল না।

পুলিশ জানিয়েছে, পরিবারটি ঝরনার মাঝে পা পিছলে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এরপর তারা জলাধারের পানিতে ডুবে যান। ভয়াবহ এ ঘটনার পর সেখানকার নিরাপত্তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে।

ডিবিসি/ এসএসএস

আরও পড়ুন