আগামী শনিবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সফরে দুই দেশের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম ভুটানের প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে ঢাকা ও থিম্পু একমত হয়েছে। তবে বিদ্যুৎ আমদানির জন্য ভারতের ভূখণ্ড ব্যবহারের প্রয়োজন হওয়ায় দিল্লির সম্মতির অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। ২২শে নভেম্বর শুরু হওয়া এই সফরে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
ডিবিসি/ এইচএপি