শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৭শে আগস্ট) রাতে উপজেলার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম খবির সরদার (৬০), যিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মসজিদ কমিটির সদস্য ছিলেন। এই ঘটনায় অভিযুক্ত আলমাস সরদার পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের মাইকে ফজরের আজান ও বয়ান নিয়ে ঘুমের ব্যাঘাত হওয়ার অভিযোগ তুলে মসজিদের ইমামকে হুমকি দেন আলমাস সরদার। এ ঘটনার প্রতিবাদ জানালে মসজিদ কমিটির সদস্য খবির সরদারের সঙ্গে আলমাসের দ্বন্দ্ব শুরু হয়। এই বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে খবির সরদারকে বাড়ির সামনে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কবির আলম জানান, তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।
এই হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার অভিযোগ করেন, আজানের প্রতিবাদ করায় অভিযুক্ত আলমাস সরদার ক্ষিপ্ত হয়ে খবির সরদারকে হত্যা করেছেন। অন্যদিকে, জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, এটি মসজিদ কমিটির অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে ঘটেছে। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/এনএসএফ