সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন ঢালীকে জামিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শরীয়তপুর জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১৮ই ডিসেম্বর) শরীয়তপুর আইনজীবী সমিতির সামনে আয়োজিত এই বিক্ষোভে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা আলমগীর ঢালীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, বিচার ব্যবস্থায় এমন ব্যক্তিদের মুক্তি জনমনে ক্ষোভের সৃষ্টি করছে।
ডিবিসি/ এসএফএল