শরীয়তপুরের ডামুড্যায় গণসংযোগ চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
বৃহস্পতিবার ইসলামপুর ও কনেশ্বর এলাকায় গণসংযোগ চালান শরীয়তপুর-৩ আসনে বিএনপি মনোনীত এই প্রার্থী।
গণসংযোগের সময় তিনি শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তরের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি, গণমানুষের জন্য কাজ করারও আশ্বাস দেন তিনি।
এছাড়া, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন নুরুদ্দিন আহাম্মেদ অপু।
ডিবিসি/ এইচএপি