বাংলাদেশ, জেলার সংবাদ

শরীয়তপুরে আ'লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ায় ১১ বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

শরীয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা হলো না শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী ও তাঁর সমর্থকদের। বিএনপিতে যোগদানের মাত্র সাত দিনের মাথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির অপর একটি পক্ষের বিরুদ্ধে।

গত ১৭ জানুয়ারি শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শৌলপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান খান ভাসানী তাঁর পাঁচ শতাধিক সমর্থক নিয়ে শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিনের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

 

চেয়ারম্যান ভাসানীর এই যোগদানকে কেন্দ্র করে জেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হেলাল আকন্দের অনুসারী স্থানীয় বিএনপি কর্মী হানিফ বেপারীর সঙ্গে দ্বন্দ্বের সূত্রপাত হয়। অভিযোগ উঠেছে, এরই জেরে হেলাল আকন্দের সমর্থকরা গভীর রাতে মুখে মাস্ক পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও ককটেলসহ চেয়ারম্যান ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এ সময় তিনটি ঘরে অগ্নিসংযোগসহ একাধিক বাড়িঘর কুপিয়ে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালায়। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, বিএনপিতে যোগদান করার কারণেই পরিকল্পিতভাবে তাঁদের ওপর এই বর্বর হামলা চালানো হয়েছে।

 

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শরীয়তপুর-১ আসনের বিএনপি প্রার্থী সাঈদ আহমেদ আসলাম ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তাঁরা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও পরিতাপের বিষয় উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তবে অভিযুক্ত পক্ষ থেকে শৌলপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকন্দ তাঁদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন। 

 

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে এবং কারা এই ঘটনার পেছনে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন