বাংলাদেশ, জেলার সংবাদ

শরীয়তপুরে ফেরি বিকল হয়ে ঘাটে আটকে আছে ৪ শতাধিক যানবহন

শরিয়তপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি বিকল হওয়ার কারণে মেঘনা নদীর উভয় পাড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় আটকে আছে অন্তত চার শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের পর হঠাৎ ফেরি চলাচলে বিঘ্ন ঘটলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা যায়, এই নৌরুটে সাধারণত চারটি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হতো। কিন্তু বুধবার (২৮ জানুয়ারি) দুপুরের পর হঠাৎ করেই বহরের ‘ফেরি কস্তুরী’ ও ‘ফেরি কলমি লতা’ যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। 

 

অকেজো হয়ে পড়া ফেরি দুটিকে মেরামতের জন্য ইতোমধ্যে ডক ইয়ার্ডে পাঠানো হয়েছে। এদিকে দুটি ফেরি একসাথে বিকল হওয়ায় ঘাটের উভয় পাড়ে শত শত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ সময় পারাপার ব্যাহত হয়।

 

সংকট নিরসনে ভোলা ফেরিঘাট থেকে ‘কাবেরী’ নামের অপর একটি ফেরি শরীয়তপুর-চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বিআইডব্লিউটিসি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেও কখন নাগাদ ফেরি চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। ফলে মেঘনা নদীর দুই পাড়েই পারাপারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন