শরীয়তপুর নড়িয়া নওপাড়া ইউনিয়ন বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখা গেছে। আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের উপস্থিতি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিএনপির দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৯ই মে) বিকেলে নড়িয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত কার্যনির্বাহী সদস্য ফয়জুল হাসান বাদল মুন্সী, ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মনি দেওয়ান ও ছাত্রলীগের সাবেক সদস্য মিন্টু ছৈয়াল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদন মুন্সী। তার পাশে স্টেজে বসা ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক বিএনপি নেতা বলেন, আওয়ামী সরকারের একটি অঙ্গ-সংগঠনের নেতাদের নিয়ে বিএনপির সভাপতির প্রত্যক্ষ মদদে বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়টি লজ্জাজনক। সবচেয়ে পরিতাপের বিষয় আওয়ামী লীগের নেতারা স্টেজে অতিথিদের পাশেই বসেছিলেন। হাসিনা সরকারের আমলে তারা বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করেছেন। বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদন মুন্সী আওয়ামী লীগের নেতাকর্মীদের আমন্ত্রণ জানানোর কারণে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জেলা ও উপজেলার অনেক বিএনপি নেতারা বলেন, দলীয় সাংগঠনিক নির্দেশনা মোতাবেক এ ঘটনায় দায়ী সকল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা বিএনপি নেতাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বিষয়টি জাতীয়তাবাদী দল বিএনপি ও তারেক রহমানের সাথে বেইমানির শামিল বলেও মন্তব্য করেন নেতারা।
অতিথিদের পাশেই কীভাবে বসলেন এমন প্রশ্নের জবাবে উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম দাদন মুন্সী বলেন, আমি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয় উদ্বোধন করিনি। যদি কেউ আসে, সেটা তারা দেখতে ও আমাদের কথা শুনতে আসতে পারে।
শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, বিষয়টি আমার জানা নেই। দলীয়ভাবে সিদ্ধান্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ করা যাবে না। আমি এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতির সাথে কথা বলবো। আর যদি এমন ঘটনা ঘটে অবশ্যই অভিযুক্তদের বিরুদ্ধে দলের মহাসচিবের সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/ রাসেল