শরীয়তপুরের ভেদরগঞ্জের কাঁচিকাটায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও পদ্মা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। মানববন্ধনে কাঁচিকাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, নারী শিশুসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে।
শনিবার (৩রা মে) সকাল সাড়ে ১০টায় পদ্মা নদীর উত্তর পারের বেশ কয়েকটি স্থানে ৭ কিলোমিটার জুড়ে ৭ ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, বিভিন্ন সময়ে প্রমত্ত পদ্মার ভাঙ্গনে কাঁচিকাটার ফসলী জমি, বসত বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদীর গর্ভে বিলীন হয়েছে। দীর্ঘ দিনেও ভাঙ্গন রোধে কার্যকরী কোন পদক্ষেপ নেয়া হয়নি।
সম্প্রতি পদ্মা নদীর কাছে কাঁচিকাটা পয়েন্ট বেশ কিছু এলাকা জুড়ে বালুমহল ঘোষণার প্রক্রিয়া শুরু করছে প্রশাসন। স্থানীয়দের দাবি পদ্মা নদীর কাঁচিকাটা অঞ্চলে বালুমহল ঘোষণা করা হলে বালু উত্তোলনের ফলে কাঁচিকাটার চরের ফসলে জমি, বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। অনতিবিলম্বে বালুমহল ঘোষণা বন্ধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ডিবিসি/এমএ