বাংলাদেশ, জাতীয়

শহিদ আসাদ দিবস আজ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ ২০ জানুয়ারি, ঐতিহাসিক শহিদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা মেডিক্যাল কলেজের সামনের রাস্তায় পুলিশের গুলিতে শহিদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন নেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। তাঁর এই মহান আত্মত্যাগের দিনটি দেশজুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।

সেদিন আসাদের মৃত্যুই যেন ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের আগল খুলে দিয়েছিল। শহিদ আসাদের রক্তমাখা শার্ট হয়ে ওঠে স্বাধীনতাকামী গণমানুষের প্রাণের পতাকা এবং গণ-আন্দোলনের মূল চালিকাশক্তি। স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণিপেশার মানুষ রাজপথে নেমে আসে, যার ফলে আন্দোলন তীব্র গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এই প্রবল গণ-অভ্যুত্থানের মুখেই ১৯৬৯ সালের মার্চের শেষভাগে পতন ঘটে আইয়ুব খানের সামরিক শাসনের।

 

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শহিদ আসাদসহ দেশমাতৃকার কল্যাণে আত্মদানকারী সব শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ও মুক্তিকামী মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশের জন্য নিজের দায়িত্ব পালন করতে এবং সত্যের পক্ষে দাঁড়াতে যুগে যুগে উদ্বুদ্ধ করবে।

 

বিভিন্ন রাজনৈতিক দলগুলোও দিবসটি উপলক্ষে বিবৃতি দিয়েছে। ছাত্রনেতা আসাদুজ্জামানের আত্মত্যাগ গণতন্ত্র রক্ষার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যে গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি জীবন উৎসর্গ করে গেছেন, সেটির পরিপূর্ণ বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করা আমাদের অবশ্য কর্তব্য।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন