বাংলাদেশ, রাজধানী

শহিদ ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশ প্রহরা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর দেখতে ও জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন এলাকায় সাধারণ মানুষের ভিড় কমেনি। শনিবার (২০শে ডিসেম্বর) সন্ধ্যা পেরিয়ে রাত হলেও সেখানে শোকাহত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন, কেউবা একনজর কবরটি দেখার অপেক্ষায় আছেন। আবার অনেককে মোবাইলে ছবি তুলতেও দেখা গেছে।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে দেখা যায়, শাহবাগ থানা ও টিএসসি এলাকার ব্যারিকেড এবং কবরস্থানের সামনের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে। বিশেষ করে কবরস্থানে প্রবেশের মূল গেট ও মসজিদের গেটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাতে নিরাপত্তার খাতিরে কবরস্থানের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সাধারণ মানুষ বাইরের অংশ থেকেই দোয়া ও শ্রদ্ধা জানাচ্ছেন। রাতেও সেখানে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে।

 

এর আগে শনিবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে শহীদ শরীফ ওসমানের জানাজা অনুষ্ঠিত হয়, যা পড়ান তার বড় ভাই আবু বকর সিদ্দিক। পরে বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবির সমাধিসৌধের পাশে তাকে দাফন করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং হাদির পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন