শিক্ষা

শহিদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ইবিতে বিক্ষোভ মিছিল

ইবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

৭ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে প্রধান ফটকের সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

মিছিলে শিক্ষার্থীদের—‘বিচার চাই বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘আমার সোনার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা!’, ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘দিনদুপুরে মানুষ মরে, অন্তর্বর্তী সরকার কী করে?’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। সমাবেশে শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার এবং খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন