বাংলাদেশ, রাজধানী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সবার জন্য উন্মুক্ত: আতিকুর রহমান রুমন

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ৬ই সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৮:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পরিদর্শনের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন। তিনি বলেছেন, এই মাজার প্রাঙ্গণ এখন সবার জন্য উন্মুক্ত।

শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

 

রুমন আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের এখানে আসতে বাধা দেওয়া হতো এবং অনেককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হতো। তিনি বলেন, "এখন আর সেই পরিস্থিতি নেই। আমরা চাই, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে সকলে আসুক, জিয়ারত করুক এবং এই স্থানটি মানুষের অভয়ারণ্যে পরিণত হোক।"

 

তিনি আরও ঘোষণা দেন যে, দেশে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত ‘আমরা বিএনপি পরিবার’ স্বেচ্ছাশ্রমে জিয়া উদ্যানের রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ চালিয়ে যাবে।

 

এই ঘোষণার অংশ হিসেবে, আজ সংগঠনটির পক্ষ থেকে জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি, জিয়া উদ্যানের বিভিন্ন স্থানে ফুলের চারা এবং উদ্যানের লেকে শাপলা ফুলের চারা রোপণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনিসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

 

এছাড়াও, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা কলেজ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।

 

উল্লেখ্য, আতিকুর রহমান রুমনের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ দীর্ঘদিন ধরে জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকার তত্ত্বাবধান এবং সৌন্দর্য বর্ধনের কাজ করে আসছে। আজকের এই কর্মসূচি তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন