বিনোদন, ঢালিউড

'শাকিব খানের মেয়ে এখন বাপ্পির নায়িকা' 

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বুধবার ২১শে অক্টোবর ২০২০ ০৬:০৬:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকাই ছবিতে নতুন জুটি হতে যাচ্ছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও দীঘি। শনিবার (১৭ অক্টোবর) চুক্তিবদ্ধ হয়েছেন তারা। ছবিটির নাম ‘তুমি আছো তুমি নেই’। পরিচালনা করবেন দেলোয়ার জাহান ঝন্টু। এমন খবরের পরেই স্যোসাল মিডিয়া চলছে বাপ্পি-দীঘিকে নিয়ে ট্রল।   

শিশুশিল্পী দীঘি সেই ছোট আর নেই। এখন বড় হয়ে গেছে, পড়ছে কলেজে। কিন্তু দর্শকের মনে বাসকরা দীঘি যেন এখনো সেই গ্রামীণফোনের ছোট দীঘি। এক টাকার বউ সিনেমায় শাকিবের মেয়ে দীঘি। দীঘি নায়িকা দর্শক এখনো মনে নিতে পারছে না। সম্প্রতি শাপলা প্রোডাকশনের ব্যানারে ৫টি সিনেমা চুক্তিবদ্ধ হয়েছেন। এবার দীঘির সিনেমার নায়ক হতে যাচ্ছে ঢালিউডের আরেক নায়ক বাপ্পি চৌধুরী।

 

বাপ্পির সাথে দীঘির রসায়ন পর্দায় দেখঅর আগেই স্যোসাল মিডিয়ায় বাংলা সিনেমার দর্শকরা নানা ভাবে বিতর্ক করছে, মজা করছে।  


একজন স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ছবি দেখে মনে হচ্ছে বিসিএস ক্যাডারের সাথে জেএসসি ক্যাডার। কেউবা বলছে শাকিবের মেয়ের সাথে বাপ্পি। 

আরও পড়ুন