ইরানের নিরাপত্তা বাহিনী শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মানবাধিকার কর্মী নার্গিস মোহাম্মাদিকে পুনরায় গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১২ই ডিসেম্বর) মাশহাদে এক আইনজীবীর স্মরণসভা চলাকালে তাকে আটক করা হয়। গত সপ্তাহে ওই আইনজীবীকে তার কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।
নার্গিস মোহাম্মাদি ২০২৩ সালে শান্তিতে নোবেল পান এবং দীর্ঘ দুই দশক ধরে তিনি তেহরানের এভিন কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছিল। নারীদের অধিকার ও মানবাধিকার রক্ষার আন্দোলনে তার ভূমিকা বিশ্বজুড়ে স্বীকৃত।