পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ২৮ বছরেও চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়।
সোমবার (১লা ডিসেম্বর) দুপুরে জেলা শহরের মহাজনপাড়া থেকে শুরু হওয়া মিছিলটি শাপলা চত্বর হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে গিয়ে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি এবং হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ সময়েও পার্বত্য চুক্তি আলোর মুখ দেখেনি। এ সময় চুক্তি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের কাছে সংলাপ ও কার্যকর রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।
ডিবিসি/কেএলডি