বাংলাদেশ, জেলার সংবাদ, শিক্ষা

শাবিপ্রবিতে ১০ এপ্রিল থেকে বন্ধ ক্লাস

শাবিপ্রবি প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৭ই এপ্রিল ২০২৩ ০৩:৪৪:৫৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১০ এপ্রিল থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্লাস এবং আগামী ১২ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। এই ছুটি চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) শাবিপ্রবির অফিসিয়াল ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 


এতে বলা হয়েছে, ইস্টার সানডে উপলক্ষে আগামী ৯ এপ্রিল এবং বাংলা নববর্ষ উপলক্ষে ১৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে। পবিত্র শবে কদর, ঈদুল ফিতর উপলক্ষে ১০ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল ক্লাস এবং ১২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। 


এছাড়া, মে দিবস উপলক্ষে পহেলা মে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও ক্লাস বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

ডিবিসি/ এফটিএম 

আরও পড়ুন