বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদের আপিল শুনানি স্থগিত করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তার দুটি আপিলের শুনানি আবারও অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।
দ্বৈত নাগরিকত্ব থাকায় গত ৪ ডিসেম্বর বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের নৌকার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম।
গত শনিবার (৯ ডিসেম্বর) বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। নির্বাচন কমিশনে (ইসি) শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ আপিল আবেদনটি করেন। আপিল আবেদনে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে তিনি হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ করেন।
এর আগে গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের পাল্টাপাল্টি অভিযোগের কারণে তাদের মনোনয়নপত্র বাছাই স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরেরদিন তাদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি। এরপর আজ তাদের আপিল শুনানি স্থগিত করা হয়।