সংযুক্ত আরব আমিরাতের শারজায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন, শরিফ ওসমান হাদির মতো দেশপ্রেমিক ও ত্যাগী নেতার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়।
শারজা বাংলাদেশ সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মত প্রকাশ করেন যে, হাদির মতো বিপ্লবী নেতার জন্ম হলে বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থানের সুযোগ কমে যাবে।
বাংলাদেশ সমিতির কর্ণফুলী হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল রাশেদুজ্জামান। প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, হাজী সরাফত আলীসহ কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
ডিবিসি/ এইচএপি