বাংলাদেশ

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নারী আটক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৬শে আগস্ট ২০২৫ ১২:১৭:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ এক বিদেশি নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আটককৃত নারীর নাম কারেন পিটুলা স্টাফলি; তিনি ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানার নাগরিক।

 

মঙ্গলবার (২৬শে আগস্ট)শুল্ক গোয়েন্দা ও তদন্তের (শাহজালাল বিমানবন্দর) উপ-পরিচালক সেলিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫শে আগস্ট) দিবাগত রাত ২টার দিকে বিমানবন্দরে এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

 

সেলিনা আক্তার বলেন, "আমাদের কাছে তথ্য ছিল যে, কাতারের দোহা থেকে আসা একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ একজন বিদেশি নারী বাংলাদেশে প্রবেশ করছেন। এই তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করি।"

 

তিনি আরও জানান, সন্দেহভাজন ওই নারী অন-অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে থামানো হয়। পরবর্তীতে তার লাগেজ তল্লাশি করে তিনটি প্লাস্টিকের বাক্স পাওয়া যায়। বাক্সগুলোর ভেতরে ফয়েল পেপারে মোড়ানো ২২টি ডিম্বাকৃতির বস্তু থেকে মোট ৮ কেজি ৬০০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।

 

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, জব্দকৃত কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পণ্য জব্দ ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার উপ-পরিদর্শকসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

আটককৃত যাত্রীর বিরুদ্ধে চোরাচালান প্রতিরোধ আইনে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন উপ-পরিচালক সেলিনা আক্তার।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন