বাংলাদেশ, রাজধানী

শাহবাগে ‘জুলাই যোদ্ধা’দের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জে পরিস্থিতি শান্ত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা আগস্ট ২০২৫ ১০:৫৭:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

‘জুলাই সনদ’ ঘোষণার দাবিতে ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগে টানা ৩২ ঘণ্টা ধরে চলা অবরোধ কর্মসূচিতে শুক্রবার (১লা আগস্ট) সন্ধ্যায় নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ বলে দাবি করা অপর একটি গোষ্ঠীর সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জের মাধ্যমে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা (আহত)’ ব্যানারে একদল আন্দোলনকারী বৃহস্পতিবার (৩১শে জুলাই) সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন। তারা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দিয়ে ‘জুলাই সনদ’ প্রদানের দাবি জানাচ্ছিলেন। এই অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সংযোগস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছায়।

 

টানা ৩২ ঘণ্টা অবরোধ চলার পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে আরেকটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা চলমান অবরোধের কারণে সাধারণ মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে অবরোধকারীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষই একে অপরকে ধাওয়া-পাল্টা ধাওয়া করে এবং মারামারিতে লিপ্ত হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা হস্তক্ষেপ করেন। সন্ধ্যা ৭টার দিকে পুলিশ উভয় পক্ষের উপর লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর শাহবাগ মোড় থেকে অবরোধের জন্য ব্যবহৃত ব্যারিকেডগুলো সরিয়ে ফেলা হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

 

এ প্রসঙ্গে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম সংবাদমাধ্যমকে জানান, গতকাল সকাল থেকে একটি গ্রুপ নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে শাহবাগে রাস্তা অবরোধ করে রেখেছিল। আজ সন্ধ্যায় জুলাই যোদ্ধা দাবিদার আরেকটি গ্রুপ এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ভোগ কমাতে পুলিশ উভয় গ্রুপকে সরিয়ে দিয়েছে। বর্তমানে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন