বাংলাদেশ, জেলার সংবাদ

শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই মার্চ ২০২৩ ০৩:০৪:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জামালপুরের ইসলামপুরে পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের কার্যক্রমে বাধা দেওয়ায় ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন হয়েছে।

আজ সোমবার বিকেলে ইসলামপুর উপজেলা পরিষদের সামনে উপজেলার সব শিক্ষক ও কর্মচারীরা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুল খালেক আকন্দের সভাপতিত্বে বক্তব্য দেন পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক কুব্বাত আলী, হারগিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল হক, মাইজবাড়ী দাখিল মাদ্রাসার সুপার আব্দুল হালিম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পচাবহলা জয়তুননেছা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদীন অনৈতিকভাবে বিদ্যালয়ের জমি নিজের নামে রেকর্ড করে আত্মসাৎ করার অপচেষ্টাসহ গত ১ মার্চ বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বাধা দেয় ও শিক্ষক-শিক্ষার্থীদের লাঞ্চিত করার প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুবিচার দাবি করেন।

আরও পড়ুন