আন্তর্জাতিক

শিগগিরই জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে আগস্ট ২০২৫ ০৩:৫২:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তার দেশের সরকার গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পরিকল্পনা অনুমোদন করেছে।

নতুন এই অভিযানের মাধ্যমে সেনাবাহিনী গাজা সিটিতে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে এবং কাটজ হুঁশিয়ারি দিয়েছেন যে, খুব শীঘ্রই ‘নরকের দরজা খুলে যাবে’।

 

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, এক বিবৃতিতে তিনি বলেন, "গাজায় হামাসের হত্যাকারী ও ধর্ষকদের ওপর শীঘ্রই নরকের দরজা খুলে যাবে- যতক্ষণ না তারা যুদ্ধ শেষ করার জন্য ইসরায়েলের শর্তে রাজি হচ্ছে।" তিনি শর্তগুলো উল্লেখ করে বলেন, এর মধ্যে প্রধান হলো সকল জিম্মির মুক্তি এবং হামাসের নিরস্ত্রীকরণ।

 

কাটজ আরও বলেন, হামাস যদি আত্মসমর্পণ না করে, তবে গাজা সিটির পরিণতি হবে রাফাহ ও বেইত হানুন-এর মতো।


ডিবিসি/এমইউএ

আরও পড়ুন