বাংলাদেশ, রাজনীতি

শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১১ই মে ২০২৫ ১০:১৬:৩৮ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সাথে তার নিজ জেলা বগুড়ার নেতাদের সাংগঠনিক তৎপরতায় জনগণকে আরও বেশি সম্পৃক্ত ও গ্রামে গ্রামে ৩১ দফা প্রচার করার নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা লন্ডনে সাক্ষাত করতে গেলে তারেক রহমান একগুচ্ছ নির্দেশনা দেন। রাজনীতিতে তারেক রহমানের অভিষেক হয় বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার নিভৃত পল্লী গাবতলী থেকে।

 

১৯৯১ সালে সংসদ নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়েছিলেন তার মা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ওই নির্বাচনি প্রচারই ছিলো তারেক রহমানের দলীয় কার্যক্রম। তখন গাবতলী থানা বিএনপি’র একজন সদস্য থাকলেও পরে তাকে জেলা কমিটির সদস্য করা হয়। দলে গোপন ব্যালটে নেতৃত্ব নির্বাচন পদ্ধতি ফিরিয়ে এনে তারেক রহমান বগুড়াকে সাংগঠনিক মডেল জেলায় রূপান্তর করেন।

 

২০০৮ সালের শেষ দিকে দেশত্যাগে বাধ্য হলেও বগুড়ায় দলের সাংগঠনিক তৎপরতার সাথে বরাবরই যুক্ত থেকেছেন তিনি। রেজাউল করিম বাদশা গত ১৮ই এপ্রিল লন্ডনে গিয়ে দেখা করেন তারেক রহমানের সঙ্গে। বিএনপি নেতা-কর্মীদের জন্য তিনি দেন নির্দেশনা 

 

দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৩১ দফাকে মুক্তির সনদ উল্লেখ করেছেন বিএনপির নেতা-কর্মীরা। জনগণের কাছে পৌঁছাতে হলে আগে নিজেদেরকে ৩১ দফা আত্মস্থ করতে হবে বলে জানান নেতাকর্মীরা।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন