বাংলাদেশ, জাতীয়, রাজনীতি

শিবিরের চিত্র প্রদর্শনী: প্রতিবাদের মুখে সরলো কাদের মোল্লা-সাকা চৌধুরীর ছবি

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই আগস্ট ২০২৫ ০৮:২৪:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত এক চিত্র প্রদর্শনীতে একাত্তরের যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের ছবি রাখাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেষ পর্যন্ত ছবিগুলো সরিয়ে নিতে বাধ্য হয়।

‘৩৬ জুলাই: আমরা থামবো না’ শিরোনামে আয়োজিত এই কর্মসূচিতে শিবিরের পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী, আলী আহসান মুজাহিদ, মীর কাশেম আলী, কামরুজ্জামান এবং বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয়।
 

এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কর্মীরাও শিবিরকে ছবিগুলো সরিয়ে ফেলার জন্য অনুরোধ জানান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলামের নেতৃত্বে প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে আসে। পরে তাদের হস্তক্ষেপে প্রদর্শনী থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবিগুলো সরিয়ে ফেলা হয়।


প্রতিবাদের মুখে সরলো কাদের মোল্লা-সাকা চৌধুরীদের ছবি 

আরও পড়ুন