বিনোদন

শিল্পী নিশাত আনজুমকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

ডেস্ক রিপোর্ট

ডিবিসি নিউজ

শুক্রবার ১০ই জানুয়ারী ২০২৫ ১০:১০:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সম্প্রতি থাইল্যান্ডে গিয়ে বিকিনি পড়ে ছবি পোস্ট করায় বাসা থেকে দেশের প্রথম হেভিমেটাল গিটারিস্ট নিশাত আনজুমকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, থার্টি ফার্স্ট উদযাপন উপলক্ষ্যে থাইল্যান্ডের পাতায়া বিচে গিয়েছিলেন শিল্পী নিশাত আনজুম। থাইল্যান্ড ট্যুরের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেন এই তরুণ শিল্পী। এর মধ্যে তার বিকিনি পরা কিছু ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা সমালোচনা। কেউ কেউ নিশাতের সৌন্দর্যের প্রশংসা করলেও রঙিন বিকিনিতে নিশাতের বর্ণীল ছবি নিয়ে নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক সমালোচনা।

 

এর ফলে পারবারিক ভাবে বেশ ঝামেলায় পরেছেন নিশাত। সম্প্রতি তাকে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, বিকিনি পরা ছবি আপলোড করে বিতর্কের জন্ম দেওয়া নিশাতকে বাসা থেকে বের করে দিয়েছেন অভিভাবক। নিশাতের সাথে যোগাযোগ করা হলে  ঘটনার সত্যতা স্বীকার করেন তিনি।  তবে থাইল্যান্ড কেন বা কার সঙ্গে গিয়েছিলেন এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি নিশাত।

 

উল্লেখ্য হেভিমেটাল ঘরানার গিটার বাদন ও গায়কীর কারণে স্বল্প সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন এই তরুণ শিল্পী। তবে পারিবারিক জটিলতার কারণে তার সদ্য মুক্তি পাওয়া বয়কট এলবামের প্রচারণায় অংশ নিতে পারছেন না তিনি।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন