বিবিধ

শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন

সংবাদ বিজ্ঞপ্তি

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই জুলাই ২০২৫ ০৪:৩৩:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যথাযোগ্য মর্যাদায় শিল্প খাতের সাহসী উদ্যোক্তা, দেশের অর্থনীতির সফল আইকন, বেসরকারি শিল্পের মহানায়ক, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলাম এর পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (১৩ই জুলাই) তার পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। গত ২০২০ সালের ১৩ই জুলাই চির বিদায় নেন একাত্তরের রণাঙ্গনের সাহসী এই বীর মুক্তিযোদ্ধা l মেধা, মনন,সততা, পরিশ্রম আর সাহসিকতায় গড়ে তোলেন একে একে ৪২ টির অধিক শিল্প প্রতিষ্ঠান এ স্বপ্নবাজ মানুষটি l

১৯৪৬ সালের ৩রা মে ঢাকার দোহারে জন্মগ্রহণ করেন শিল্প খাতের এই সাহসী, অপ্রতিরোধ্য উদ্যোক্তা l দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম একজন আধুনিক চিন্তার সাহসী পথিকৃৎl দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এ কণ্ঠস্বর আমৃত্যু সাদাকে সাদা আর কালোকে কালো বলে গেছেনl গত পাঁচ বছরে শিল্প খাতে এবং দেশের বিশেষ প্রয়োজনে তার শূন্যতা উপলব্ধি করেছে এদেশের মানুষl 

 

দেশমাতৃকার প্রয়োজনে অস্ত্র হাতে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন, তেমনি যুদ্ধোত্তর বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য গভীর দেশ প্রেম নিয়ে গড়ে তোলেন তার শিল্প প্রতিষ্ঠানগুলোl ১৯৭৪ সালে প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপl তারপর সকল বাধা বিপত্তি আর চ্যালেঞ্জ মোকাবেলা করে দুর্দান্ত গতিতে এগিয়ে গেছেন এ সাহসী উদ্যোক্তা l এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্ক, আবাসন খাত, ইলেকট্রনিক্স, বস্ত্র, চামড়া, রাসায়নিক, ডিস্টিলারি, বেভারেজ, টয়লেট্রিজ, ওভেন গার্মেন্টস, ডেনিম, মোটরসাইকেল, মিডিয়া সহ যেখানেই হাত দিয়েছেন সেখানেই সফলতার স্বর্ণ শিখরে পৌঁছেছেন কর্মবীর এই মানুষটিl


বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবে, দেশের মানুষ স্বাবলম্বী হবে, এটিই নুরুল ইসলাম মনে প্রাণে ধারণ করতেনl দেশ ও দেশের মানুষের প্রয়োজনে তার সকল অর্থ, মেধা ও পরিশ্রম বিনিয়োগ করেছেনl জীবনে  কখনো অন্যায়ের সাথে আপোষ করেননিl

 
ব্যাপক কর্মসূচি আর যথাযোগ্য মর্যাদায় পালিত হল যমুনা গ্রুপের প্রাণপুরুষ এবং অভিভাবকের পঞ্চম মৃত্যুবার্ষিকীl পবিত্র কুরআন খতম, বনানী কবরস্থানে জিয়ারত, দোয়া মাহফিল, এতিমদের মধ্যে খাবার বিতরণ সহ নানাবিধ কর্মসূচি পালিত হলো যমুনা গ্রুপের প্রধান কার্যালয়সহ অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠানেl যমুনা গ্রুপে কর্মরত সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার শুভানুধ্যায়ীরা এই সকল আয়োজনে অংশগ্রহণ করে কিংবদন্তি এই শিল্প উদ্যোক্তার রুহের মাগফেরাত কামনা করেনl

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন