প্রতিযোগি ব্যবসা বান্ধব দেশ হিসেবে রূপান্তর ও বিশ্ব বাজারে পরিচিতি লাভের লক্ষ্যে শিল্প-বাণিজ্য প্রসারে সহজ নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন এর জন্য কার্যনির্বাহী কমিটি গঠনের প্রস্তাব করেছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে বক্তারা বলেন, পার্শ্ববর্তী ও প্রতিযোগী দেশসমূহের তুলনায় শিল্প-বাণিজ্য ও অর্থ নৈতিক উন্নয়ন এর দিক থেকে আমরা অনেকাংশে পিছিয়ে। এর মূল কারণ সঠিক সময়ে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে ব্যর্থ তা নীতিমালা গ্রহণ ও প্রণয়নের ক্ষেত্রে দীর্ঘ সূত্রিতা এবং নীতিমালা প্রণয়নের পর তা বাস্তবায়নে সুদীর্ঘ সময় অতিবাহিত করা, এমনকি কোন কোন ক্ষেত্রে তা বাস্তবায়নহীনতার চক্রে বছরের পর বছর বা যুগের পর যুগ ঘুরপাক খাচ্ছে।
অর্থনৈতিক সমৃদ্ধিসহ বেকারত্ব দূরীকরণ ও রাজস্ব আহরণ বৃদ্ধির একমাত্র চাবিকাঠি হলো শিল্পে তথা ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি লাভ। নিম্নোক্ত বিষয়ে দ্রুততার সাথে সঠিক নীতিমালা প্রণয়ন ও তা বাস্তবায়ন আবশ্যক:
১. রপ্তানি আয় বৃদ্ধির স্বার্থে বহুমুখী পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করনে রাজস্ব নিরাপত্তা সুরক্ষা করে সহজতর নীতিমালা প্রণয়ন ও তা দ্রুততার সাথে বাস্তবায়ন;
২. শিল্পের উপকরণ উৎপাদনমুখী পশ্চাৎ (Backward Linkage) শিল্প স্থাপনে প্রয়োজনীয় বিশেষ সুযোগ-সুবিধা প্রদান;
৩. সরাসরি বৈদেশিক (FDI) বা যৌথ বিনিয়োগ উৎসাহিত করার জন্য দীর্ঘ মেয়াদী অপরিবর্তনশীল নীতি গ্রহণ ও বিশেষ সুযোগ সুবিধা প্রদান;
৪. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে সকল ধরনের প্রয়োজনীয় লাইসেন্স/অনুমতি প্রদান, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ এর অনুমোদন ও ব্যবস্থা গ্রহণ ইত্যাদি সেবা প্রদানের জন্য One Stop Service প্রদানের নির্বাহীক্ষমতার প্রদান এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোকে রপ্তানি বৃদ্ধিসহ রপ্তানি পণ্য বহুমুখীকরনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সকল ধরনের নির্বাহীক্ষমতা প্রদান।
যেসকল সুবিধাদি ও সুফল অর্জন সম্ভব হবে:
১. আমদানি-রপ্তানি বাণিজ্যের মধ্যকার ভারসাম্য আনয়ন সম্ভব হবে;
২. সরাসরি বৈদেশিক (FDI) সহ যৌথ ও স্থানীয় বিনিয়োগ বৃদ্ধি পাবে;
৩. পশ্চাৎ (Backward Linkage) শিল্প স্থাপনের মাধ্যমে শিল্পের উপকরণ সহজ প্রাপ্তি নিশ্চিত করা গেলে সমগ্র দেশব্যাপী ছোট-মাঝারি ও বৃহৎ অগ্র (Forward Linkage) শিল্পের ব্যাপক বিস্তার ঘটবে এবং এর উপর নির্ভর করে বিভিন্ন সেবা খাতের সৃষ্টি হবে;
৪. বিবিধ শিল্প-বাণিজ্য ও সেবা খাতের ব্যাপক বিস্তারের ফলে বিপুল অঙ্কের রাজস্ব আহরণসহ ব্যাপক কর্ম সংস্থান এর সুযোগ সৃষ্টি হবে;
৫. দ্রুততার সাথে বিশ্ব বাজারে প্রতিযোগী ব্যবসায় বান্ধব দেশ হিসেবে পরিচিতি লাভের সুযোগ সৃষ্টি হবে।
ডিবিসি/কেএলডি