বিবিধ, লাইফস্টাইল

শীতকালের মজাদার সেমাই পিঠার রেসিপি

Md. Shakil Sarder

ডিবিসি নিউজ

সোমবার ৭ই ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৭:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শীতকাল মানেই পিঠা-পায়েসের জমজমাট আয়োজনের সময়। শীত আসতেই ঘরে ঘরে পিঠা খাওয়ার উৎসব শুরু হয়ে যায়।

শুধু ভাপা কিংবা চিতই পিঠা নয় পুলি থেকে শুরু করে নানা ধরনের পিঠা এ সময় খাওয়া হয়। হাতে কাটা সেমাই পিঠা ঠিক তেমনি গ্রাম বাংলার একটি জনপ্রিয় পিঠা। স‌ই সেমাই কিংবা চুষি পিঠা নামেও পরিচিত এটি।

ঘরেই খুব সহজেই তৈরি করতে পারেন এই পিঠা। চলুন জেনে নেই এই পিঠা তৈরির সহজ প্রস্তুত প্রণালী-

সেমাই পিঠা তৈরিতে যা যা প্রয়োজন-
চালের গুঁড়াঃ ১ কাপ
পানিঃ ১ কাপ 
লবণঃ সামান্য
দুধঃ ১ লিটার
দারুচিনিঃ ২ টুকরো
এলাচঃ ২ টি
তেজপাতাঃ ১ টি
চিনি বা গুড় পরিমান মতো দিতে হবে
নারকেল কোড়াঃ স্বাদমতো।



প্রস্তুত প্রণালী-
১। চুলায় প্রথমে ১ কাপ পানি গরম তার মধ্যে সামান্য লবণ মিশিয়ে চালের গুড়া ঢেলে দিন। এরপর একেবারে হালকা আঁচে ঢেকে রাখুন ৪-৫ মিনিট। যাতে চালের গুড়া ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।

২। এরপর ভাল করে নেড়ে নিন। চুলা বন্ধ করে দিয়ে খামিরটি কিছুক্ষণ ঢেকে রাখুন। এরপর ভালো করে মথে নিন। 

৩। রুটি বেলার পিরিতে অল্প একটু খামির নিয়ে তাতে হাত দিয়ে চিকন লম্বা করে সুতার মতো বেশ কয়েকটি গড়ে নিন।

৪। এরপর পিরিতে সামান্য চালের গুঁড়া ছড়িয়ে এই লম্বা খামিরটি রেখে আরেক হাত দিয়ে ঘষে ঘষে ছোট ছোট করে সেমাই কেটে নিন। সবগুলো সেমাই তৈরি হতে গেলে তা রান্না করার পালা।

যেভাবে রান্না করবেন সেমাই পিঠা-

১। প্রথমে গুড় বা চিনি পানিতে মিশিয়ে ফুটিয়ে নিন। এই মিশ্রন নামিয়ে ঠান্ডা করে নিন। 

২। অন্যদিকে একটি প্যানে দুধ জ্বাল দিয়ে। দুধে বলক আসতেই এর মধ্যে তেজপাতা, দারুচিনি এলাচ মিশিয়ে দিন।

৩। এরপর দুধের সামান্য লবণ মিশিয়ে সেমাই পিঠা গুলো অল্প অল্প করে দুধে মিশিয়ে দিন। একেবারে সব ঢেলে দেবে না তাহলে দলা বেঁধে যেতে পারে।

৪। এসময় চুলার আঁচ হালকা করে নিন। একটু পরপর নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। তারপর নারকেলকোরা মিশিয়ে হালকা হাতে নিয়ে নিন। 

৫। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে কিছুক্ষন এভাবে রাখুন সেমাই। হালকা ঠান্ডা হলে এর মধ্যে গুড় বা চিনির সিরা একটু একটু করে ঢেলে নেড়ে নিন। 

বি.দ্রঃ গরম পিঠার মধ্যে গুড় বা চিনির পানি মেশালে তা ফেটে যেত। তাই পিঠা ও গুড়ের শিরা দুটোই হালকা ঠান্ডা করে নিন। গুড় মেশানো হতেই চুলায় মাঝারি আঁচে ২-৩ মিনিটের জন্য জ্বাল করুন। 

ব্যস তৈরি হয়ে যাবে মজাদার সেমাই পিঠা। এবার পরিবেশন করুন হাতে কাটা সেমাই পিঠা।

আরও পড়ুন