খেলাধুলা

শীতাতপ যন্ত্র বিকল, স্থবির হয়ে আছে একাধিক টুর্নামেন্ট

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৭ই মে ২০২৫ ০১:৩৩:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনডোর জিমনেশিয়ামের শীতাতপ যন্ত্র বিকল হওয়ায় স্থবির হয়ে আছে একাধিক টুর্নামেন্ট। যা সচল করতে প্রয়োজন ১২ কোটি টাকা। পল্টনের শহীদ তাজউদ্দীন এদিকে গেল ৩ বছরে বিসিবির কাছ থেকে গেইটমানির কোনো টাকা না পাওয়ার অভিযোগ এনএসসির।

পুরোনো উডেনফ্লোর জিমনেশিয়াম ভেঙ্গে ২০১০ এসএ গেমস আয়োজনে শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামের প্রতিষ্ঠা। অথচ এখানেই হবার কথা ছিল প্রেসিডেন্ট কাপ রেংকিং ও প্রাইজমানি টুর্নামেন্ট। যা স্থগিত করতে বাধ্য হয়েছে টেবিল টেনিস ফেডারেশন। কিন্তু সামনে বড় সংকট। বিকল হয়েছে বিশাল এই স্টেডিয়ামের সেন্ট্রাল এসি। গত ১৫ বছরে বারবার হয়েছে যার সংস্কার কাজ। তবে এবার তা হচ্ছে না মেরামত।

চট্টগ্রাম জেলা স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দিতে জেলা প্রশাসনকে চিঠি দেয়াসহ ফুটবলের জন্য বেশ কিছু স্থাপনা বরাদ্দ চুড়ান্ত করে ফেলেছে এনএসসি। এদিকে শর্তমতে বিসিবির যেকোনো খেলার গেইটমানির ১৫ শতাংশ পাবার কথা এনএসসির। কিন্তু ২০২২ সালের পর সেই গেইটমানির একটি টাকাও দেয়নি বিসিবি। অন্যদিকে ব্যর্থতার কারণ খুঁজতে ভবিষ্যতে অন্যান্য ফেডারেশনের জন্যও গঠন করা হতে পারে তদন্ত কমিটি। যা ফেডারেশনগুলোর ক্রীড়ার মান উন্নয়নে সহযোগী হয়ে থাকবে বলে মনে করছে এনএসসি।

 

ডিবিসি/ রাসেল

আরও পড়ুন