খেলাধুলা, ক্রিকেট

শুধু পাপন আমলের নয়, বর্তমান বোর্ডে অনিয়ম হয়ে থাকলেও তদন্ত হবে: দুদক

ডিবিসি ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই মে ২০২৫ ০৮:৪৪:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিসিবির বর্তমান বোর্ডে কোনো অনিয়ম হলে, সেটিও তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন দুদক কর্তারা। একই সঙ্গে বর্তমান বোর্ড সভাপতি বিসিবির অ্যাকাউন্ট ট্রান্সফারের বিষয়টি যথযথ প্রক্রিয়ায় হয়েছে কিনা সে বিষয়েও অধিক তদন্ত করা হবে বলে জানালেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ।

শনিবার (১৭ই মে) বিসিবিতে দ্বিতীয় দফায় অভিযান শেষে এসব কথা জানালেন দুদক কর্মকর্তা। গত ১৫ই এপ্রিল বিসিবির ইতিহাসে প্রথম বারের মত দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দুর্নীতি ও অনিয়ম তদন্তে হোম অব ক্রিকেটে আসেন দুদক কর্মকর্তারা।

 

তার ঠিক একমাস পর আবারও বিসিবিতে দুদকের অভিযান চলে। এবারের তদন্তের বিষয় তৃতীয় বিভাগ ক্রিকেটে অনিয়ম, যা হয়েছে সাবেক প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের আমলে। নাজমুল হাসান পাপন থেকে ফারুক আহমেদ, অনিয়মের অভিযোগ গড়িয়ে এসেছে এই আমলেও। সাম্প্রতিক অভিযোগ, বর্তমান সভাপতি ফারুক আহমেদ বিসিবির অর্থ সরিয়েছে ভিন্ন ব্যাংকে। সেখানেই শঙ্কা, ঝুকিপূর্ন ব্যাংক থেকে টাকা উঠিয়ে যে ব্যাংকে টাকা রাখা রয়েছে সেই ব্যাংকই বা কতটা নিরাপদ, আর সেই বিষয়ে কতজন পরিচালক-ই বা অবগত ছিলেন। তদন্তের পরিধি, তদন্তের বিষয় সব কিছুই বেড়ে চলেছে। 
 

বিসিবির অনিয়মের তালিকা আর কত বড় হয় সেটাই এখন দেখার বিষয়। সদস্যদের দুর্নীতি তদন্তের পাশাপাশি বর্তমান বোর্ডও যদি কোনো অনিয়মে জড়ায়, তাহলে সেটিও তদন্ত করে দেখার কথা জানালেন দুদক কর্তারা। যারা অনিয়ম করেছে তাদের আইনের আওতায় আনা হবে। বর্তমান বোর্ড বা ভবিষ্যত বোর্ডে অনিয়ম হলেও ব্যাবস্থা নেয়া হবে। 

 

দুদক কর্মকর্তারা বলছেন, ‘বিসিবির গঠনতন্ত্রটি বৈধ কিনা? কতটা সমস্যা আছে সেটা দেখেছি। কিছু সমস্যা আমরা দেখেছি। কিছু গ্যাপ পেয়েছি। অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়েছে। গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী টাকা ট্রান্সফার করা হয়েছে বলছে বিসিবি।'

 

ডিবিসি/রাসেল

আরও পড়ুন