আন্তর্জাতিক ক্রিকেটের এক বর্ণাঢ্য এবং ব্যতিক্রমী অধ্যায়ের সমাপ্তি ঘটলো। জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড—এই দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা উইকেটকিপার-ব্যাটসম্যান পিটার মুর ৩৫ বছর বয়সে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
গতকাল (১১ই জুলাই, ২০২৫) এক বিবৃতির মাধ্যমে তিনি তার এই সিদ্ধান্তের কথা জানান।
মুর ইতিহাসের সেই বিরল ১৭ জন ক্রিকেটারের একজন, যিনি দুটি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলার গৌরব অর্জন করেছেন। তার এই অবসর ক্রিকেট বিশ্বে একটি যুগের সমাপ্তি হিসেবেই দেখা হচ্ছে।
তার বর্ণাঢ্য এক ক্যারিয়ারের দুই অধ্যায়
১. জিম্বাবুয়ে পর্ব (২০১৪-২০১৯):
হারারেতে জন্ম নেওয়া পিটার মুরের আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় ২০১৪ সালে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে। জিম্বাবুয়ের জার্সিতে তিনি দ্রুতই দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এই সময়ে তিনি জিম্বাবুয়ের হয়ে ৮টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। টেস্টে তার পারফরম্যান্স ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি ৩৫.৫৩ গড়ে ৫টি অর্ধশতকসহ ৫৩৩ রান করেন।
২. আয়ারল্যান্ড পর্ব (২০২৩-২০২৫):
২০১৯ সালে জিম্বাবুয়ে ক্রিকেটের সাথে সম্পর্ক ছিন্ন করে তিনি আয়ারল্যান্ডে পাড়ি জমান। তার দাদি আইরিশ হওয়ায় তিনি আইরিশ পাসপোর্টধারী ছিলেন এবং সেই সূত্রেই ক্রিকেট আয়ারল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। ২০২৩ সালে বাংলাদেশের বিপক্ষেই তিনি আয়ারল্যান্ডের জার্সিতে টেস্ট অভিষেক করেন। আইরিশদের হয়ে তিনি মোট ৭টি টেস্ট ম্যাচ খেলেন।
মজার বিষয় হলো, তার ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচটিও ছিল তার জন্মভূমি জিম্বাবুয়ের বিপক্ষেই, এই বছরের ফেব্রুয়ারিতে।
তথ্যসূত্র ক্রিকেট.কম।
ডিবিসি/এমইউএ