রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল পর্বের সমাবেশ শুরু হয়েছে।
দুপুর ২টায় মূল পর্বের সমাবেশ শুরু হয়। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়েছিল। সাইফুল্লাহ মনসুর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপনা করেন।
সমাবেশকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে জড়ো হতে শুরু করেন। আজ সকালেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে নেতাকর্মীদের সমাবেশস্থলের দিকে যেতে দেখা যায়, যা সমাবেশস্থলে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ডিবিসি/এএমটি