বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্ক কমানোর বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দল কাল সোমবার (২৮শে জুলাই) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবে।
আজ রবিবার (২৭শে জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই সফরটি যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর লক্ষ্যে তৃতীয় দফা আলোচনার অংশ। প্রতিনিধি দলটি আগামী ২৯ ও ৩০শে জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবে।
সচিব মাহবুবুর রহমান এই আলোচনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা আশা করছি, এবারের আলোচনার মাধ্যমে বাংলাদেশি পণ্যের ওপর থেকে শুল্ক কমানো সম্ভব হবে।
তিনি আরও যোগ করেন যে, আলোচনার ফল ইতিবাচক হলে ভারত ও ভিয়েতনামের চেয়েও কম শুল্কে বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও কথা বলেন বাণিজ্য সচিব। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা এবং বোয়িং বিমান আমদানির পরিমাণ বাড়ানো হলেও তা বাংলাদেশের স্থানীয় বাজারে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।
এই সফর এবং আসন্ন বৈঠক দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করবে এবং বাংলাদেশের রপ্তানি খাতের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
ডিবিসি/ এএমটি