রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবুল বাশারকে সভাপতি ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নূর মহল আখতার বানুকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দলের ২০২৪-২৫ সনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ২০২৪-২৫ সনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ২৯শে এপ্রিল অনুষ্ঠিত সার্চ কমিটির সভায় মনোনয়ন এবং গত ১৮ই মে সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদিত হয়।
ডিবিসি/এএনটি