বাংলাদেশ, রাজনীতি

শেখ হাসিনার দেশে ফেরা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না: আখতার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার রাজধানীর বিশ্বসাহিত্যকেন্দ্রে ‘জুলাই চেতনায় আলোকিত পেশাজীবী’ সংগঠন ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
 

এ সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনার ভারতে অবস্থান করাটা কখনোই তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না।

 

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিগত সময়ে দেশের সরকারি ও বেসরকারি সেবা খাত আওয়ামী লীগের দলীয় দাসত্বে আবদ্ধ ছিল। কেবল আওয়ামী লীগের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের জন্যই চাকরির সুযোগ উন্মুক্ত ছিল।

 

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, এনসিপি আগামীতে সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে বেসরকারি খাতেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হবে।

 

ডিবিসি/ এইচএপি

 

আরও পড়ুন