বাংলাদেশ, রাজনীতি

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার প্রতিবেদন দাখিল আজ

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

সোমবার ১২ই মে ২০২৫ ০৭:৩৫:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জুলাই গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্যদের বিরুদ্ধে শেষ হয়েছে। আজ চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করবে তদন্ত সংস্থা।

শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ মামলার আসামি। এদের বিরুদ্ধে জুলাই গণহত্যায় নির্দেশ দেওয়ার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা। প্রতিবেদন দাখিলের বিষয়টি রবিবার (১১ই মে) রাতে নিশ্চিত করেছে প্রসিকিউশন।

 

আজ সোমবার (১২ই মে) দুপুর ১টায় এ বিষয়ে গণমাধ্যমে আনুষ্ঠানিক ব্রিফিং করবেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম রবিবার রাতে এ তথ্য জানান। এটিই জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন।

 

তবে তদন্ত সংস্থা ও প্রসিকিউশনের একাধিক সূত্র জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে বহু প্রমাণ ও উপাত্ত রয়েছে। কখনও সরাসরি, কখনও টেলিফোনসহ নানা মাধ্যমে গুলির নির্দেশ দিয়ে তা আবার নিশ্চিতও করেন শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে গুলি করার স্পষ্ট নির্দেশও দিয়েছিলেন তিনি। 

 

জানা গেছে, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও গুমের একটি (মিস কেস-২) মামলাসহ দুটি মামলার তদন্ত চলমান রয়েছে। এ মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

 

ডিবিসি/ এমএ

আরও পড়ুন